নাজিরপুরের মিষ্টি নারিকেলের চাহিদা দেশজুড়ে।
মো. সাজ্জাদুর রহমান, নিউজ ডেস্ক; পিরোজপুরের নাজিরপুর উপজেলার মিষ্টি নারিকেলের চাহিদা এখন দেশজুড়ে। খাল নদী বেষ্টিত এ উপজেলার মাটি নারিকেলগাছ রোপণের জন্য উপযুক্ত হওয়ায় এখানকার নারিকেল খুবই সুমিষ্ট।স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে বিক্রি হচ্ছে এখানকার নারিকেল। নারিকেলের ব্যবসার সাথে জড়িয়ে উপজেলার আনুমানিক পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।স্থানীয়দের তথ্যমতে, উপজেলার স্থল ও নদীপথে এখান থেকে প্রতি…