ময়মনসিংহে ডিবি পুলিশ এর অভিযানে ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারি গ্রেফতার ।
মো: জহিরুল ইসলাম রুবেল
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা পিকআপ বোঝাই ৪০ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে। এ সময় ২ চোরাকারবারিকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি মোঃ সহিদুল ইসলাম পিপিএম জানান, পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও চুরি ছিনতাইরোধের পাশাপাশি চোরাচালান ও চোরাকারবারিদেরকে আটক করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবির ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আশরাফুল আলম ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে সদরের রঘুরামপুর এলাকায় ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের পাশে জনৈক নাজমুলের ওয়ার্কশপ এর সামনে পাঁকা রাস্তা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা এক পিকআপ বোঝাই ৪০ বস্তা ভারতীয় চিনি আটক করে। এ সময় চোরাকারবারি মোঃ সেলিম মিয়া ও মোঃ ইজাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় চিনি অবৈধভাবে নিয়ে আসা এবং পাচারের সাথে জড়িত অন্যান্য পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ আদালতে পাঠানো হয়েছে।