নাজিরপুরে যুবলীগ নেতা আলী আজম বিপ্লব গ্রেফতার

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় যুবলীগ নেতা আলী আজম বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, নাজিরপুর থানার এসআই আতিয়ার ও তার সঙ্গীয় ফোর্স গত ৩১ অক্টোবর রাতে উপজেলার ১ নং মাটিভাংগা ইউনিয়নের হোগলা বুনিয়া তারাবুনিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ এ তথ্য নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা আলী আজম বিপ্লব নাজিরপুর থানার বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় এফআইআরভুক্ত আসামি। তদন্তকারী অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ ১ নভেম্বর গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *