অবৈধ টমটম গ্যারেজে বাইপাস লাইন ব্যবহার করার দায়ে প্রতারক মোশাহিদ ধৃত।

স্টাফ রিপোটার।। বহুদিন যাবত বিদ্যুতের অবৈধভাবে বাইপাস লাইন ব্যবহার করার সময় প্রতারক মোশাহিদ ধরা পড়ছে।

বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের মৃত সজলু মিয়ার পুত্র কথিত আওয়ামীলীগ কর্মী প্রতারক মোশাহিদ মিয়া।

জানা যায় মোশাহিদ দীর্ঘ দিন যাবত

একই এলাকার জৈনক এর পৈত্রিক সম্পত্তির জায়গার কাগজ নকল তৈরি করে নিজের নামে বানিয়ে একটি থ্রিপিস লাইনের বিদ্যুৎ সংযোগ হবিগঞ্জ পিডিবির অফিস থেকে অনুমোদন নিয়ে একটি বিদুৎ সংযোগ ব্যবহার করে অবৈধ টমটম গ্যারেজ দিয়ে শতাধিক গাড়ি চার্জ করে আসছিল। এই বিষয়টি জায়গার প্রকৃত মালিক জানতে পারলে গত ২৩শে জুন তারিখে হবিগঞ্জ পিডিবি অফিসে নির্বাহী প্রকৌশলীর বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হলেও কোন ব্যবস্হা নেওয়া হয়নি। বিদুৎ কর্তৃপক্ষ সংযোগটি বিচ্ছিন্ন না করে সচল রাখে। কিন্তু গত ১লা অক্টোবর আলমপুর গ্রামে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে অভিযান পরিচালনা করে বিদ্যুত কর্তৃপক্ষ, এ অভিযানটি পরিচালনা করেন সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মকুল। এ সময় মোশাহিদের অবৈধ টমটম গ্যারেজে মোশাহিদ বিদুৎ সংযোগের মিটারের মেইন তার কেটে বাইপাস লাইন দিয়ে টমটম চার্জ করে আসছিল। সেই অপরাধে চলমান বিদ্যুত আইনে তার বিরুদ্ধে নুন্যতম ২০/৩০ লক্ষ টাকা জরিমানা ও মামলার প্রস্তুতি নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্হা নেয়নি পিডিবির কর্তৃপক্ষ। এই বিষয়টি ধামচাপা দিয়ে রফাদফার কৌশল চালাচ্ছে মোশাহিদ সহ একটি চক্র। এমন বাইপাস অবৈধ সংযোগ থাকার কারনে সরকারের রাজস্বের যেমন ক্ষতি হচ্ছে, টিক তেমনি অপরাধীদের অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই অতি দ্রুত প্রতারক মোশাহিদের বিরুদ্ধে নগদ জরিমানা সহ ও মামলার ব্যবস্হা গ্রহন করার দাবি করেন এলাকাবাসী । এবিষয়ে সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *