আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবেইউপিডিএফের গোলটেবিল আলোচনা

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর উদ্যোগে আজ শনিবার ৪ অক্টোবর ২০২৪ সকাল ১১:০০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক শাসন কায়েম এবং জনগণের অধিকার, মর্যাদা ও ক্ষমতা প্রতিষ্ঠা” শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, এ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অধ্যাপক ও মানবাধিকারকর্মী স্বপন আদনানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল, লেখক, ছাত্র, শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন বলে ইউপিডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে।

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার প্রথম বুলেটিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *