বোদা থানায় তিনজন অপহরণকারী গ্রেফতার।

পঞ্চগড় জেলা প্রতিনিধি।

পঞ্চগড়ের বোদায় বোদা থানার অফিসার ইনচার্জের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অপহরনের ৪ ঘন্টার মধ্যে বোদা থানা পুলিশ কর্তৃক অপহৃরিত ব্যক্তিকে উদ্ধার ও ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের রামপ্রসাদ কার্জীপাড়া গ্রামের ঝলঝলি পুকুর পাড়ের একটি ঘর থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতার করা হয়। এই সময় ৩ অপহরনকারী পালিয়ে যায়।
এ ঘটনায় শনিবার বোদা থানায় ৬জন কে আসামী করে একটি অপহরন ও চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত ৩ আসামীকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃতরা হলেন জেলা বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের রামপ্রসাদ কার্জীপাড়া গ্রামের মকবুলের ছেলে আজগর আলী (৩৮), শিকারপুর কার্জীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মিরাজ হাসান মেহেদী (১৯) ও চন্দনবাড়ী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে আপেল ইসলাম (২৪) বোদা থানা
পুলিশ সূত্রে জানা যায়, জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুহ গ্রামের আবু ওহাব এর ছেলে সামীম (১৮) শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় বোদা বাজার থেকে অপহরন করে। অপহরন করার পর অপহৃত মিরাজ হাসান মেহেদী বড় ভাই মামলার বাদী হাসান আল মামুন এর কাছে মোবাইল ফোনে অপহরনকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে।
Noমুক্তিপনের টাকা না দিলে তার ভাইকে হত্যা করার হুমকি দেয় এবং টাকার জন্য তাকে নির্যাতন করার ঘটনা মোবাইল ফোনে শুনানো হয়। পরে মামলার বাদী হাসান আল মামুন শুক্রবার রাত সাড়ে ১১ টায় বোদা থানায় ভাইকে অপহরন করা হয়েছে এবং মুক্তিপনের দাবী করে তাকে ফোন করেছে অপহরনকারীরা এমন অভিযোগ করে থানায়।
বাদীর অভিযোগের প্রেক্ষিতে বোদা থানা পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাত সাড়ে ১২ টায় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের রামপ্রসাদ কার্জীপাড়া এলাকার দূর্গা মন্দিরের পশ্চিম পার্শ্বে ঝলঝলি দিঘী পাড়ে একটি পরিত্যক্ত ঘর থেকে অপহৃত ব্যক্তি ও ৩ অপহরনকারীকে গ্রেফতার করে।
এসময় ৩ অপহরনকারী পালিয়ে যায়। পুলিশ অপহরন কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন, ১ টি কাঁচি, একটি ধারালো ক্ষুর ও একটি ব্লেড উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বোদা থানার এসআই মোঃ বদিউজ্জামান জানান, শনিবার অপহৃত মেহেদী হাসান এর বড় ভাই হাসান আল মামুন গ্রেফতারকৃত ৩ জন ও পলাতক ৩ জন মোট ৬ জনের নামে বোদা থানায় চাঁদাবাজি ও অপহরন মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত আজগর আলীর বিরুদ্ধে বোদা সহ বিভিন্ন থানায় একাধিক অপহরন ও চাঁদাবাজি মামলা রয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দীন অপহৃত ব্যক্তিকে উদ্ধার, ৩ অপহরনকারীকে গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *