বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

বরিশাল, ৩০ অক্টোবর: বরিশালের ভোলা রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। নিহত ছাত্রী মাইশা ফওজিয়া মীম (২১), যিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে একটি ঘাতক বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইশাকে চাপা দেয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিক্ষার্থীসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী শোক প্রকাশ করেছেন এবং দায়ী বাস চালকের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *