আবারো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল, নেপালকে হারিয়ে অর্জন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব
ঢাকা, অক্টোবর ৩১, ২০২৪ – নিজেদের অদম্য মানসিকতা, টেকনিক্যাল দক্ষতা এবং অসাধারণ ট্যাকটিকাল ফুটবল খেলার মাধ্যমে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল আবারো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। চূড়ান্ত ফাইনালে নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে দলটি।
২০২২ সালের প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় দল ত্যাগ করেন এবং পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচের অভাবেও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে তাদের। এরপরেও দমে না গিয়ে, সাফ ২০২৪ এর প্রথম ম্যাচে কিছুটা হোঁচট খেলেও, দলটি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পিছপা হয়নি। ভারতের বিরুদ্ধে জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখে।
ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আগ্রাসী নেপাল দল, যারা মাঠে ছিলো হাজারো উজ্জীবিত সমর্থকদের সমর্থন নিয়ে। ২০২২ সালের ফাইনালের পরাজয়ের বদলা নেয়ার মানসিকতা নিয়ে মাঠে নামলেও বাংলাদেশের মেয়েরা টেকনিক্যাল, ট্যাকটিকাল এবং মেন্টাল দৃঢ়তার মাধ্যমে প্রতিপক্ষকে হারিয়ে দেয়।
এই জয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আবারো প্রমাণ করলো তাদের চ্যাম্পিয়ন মানসিকতা ও দক্ষতা। দেশের ফুটবল ভক্তদের জন্য এই বিজয় গর্বের মুহূর্ত হয়ে থাকবে।