পিরোজপুরের নেছারাবাদে ভর দুপুরে দুর্ধর্ষ ডাকাতি – বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের সুটিয়াকাঠি গ্রামে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক এনামুল হকের বাসায় আজ দুপুর বারোটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায় বৃদ্ধার দুই ছেলের একজন স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি এবং অন্যজন সুটিয়াকাঠির একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ছেলের বউ প্রত্যেকেই চাকরিজীবী। ঘটনার সময় বৃদ্ধা বাসায় একা ই ছিলেন। 

স্থানীয়দের থেকে আরোও জানা যায়, ঘটনার একদিন আগে বাসায় ব্যাংক থেকে বেশ বড় এমাউন্টের টাকা বাসায় এনে রাখেন বৃদ্ধার এক ছেলে। ধারনা করা হচ্ছে জানা-পরিচিতদের মাঝেই কেউ টাকা আনার খবর জানার প্রেক্ষিত তড়িৎ পরিকল্পনার মাধ্যমে বৃদ্ধার বাসায় একা থাকার সুযোগ নিয়ে এই দুর্ধর্ষ ডাকাতি এবং অশিতিপর বৃদ্ধার হত্যাকান্ড সংঘঠিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *