গ্রামের কৃষক জানে না ২৫ টাকার মরিচ শহরে কত টাকা বিক্রি হয়।
বগুড়া: সবজি বাজার এখন মধ্যসত্ত্বভোগীদের দখলে। তাদের দৌরাত্ম্যে ভরা মৌসুমেও অস্থির সবজি বাজার। ফলে গ্রামে ঠকছেন কৃষক আর শহরে ভোক্তারা। গ্রামের বাজারে বিক্রি হওয়া ২৫ টাকা কেজির দরের কাঁচামরিচ ১১ কিলোমিটার দূরে শহরে গিয়েই বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
উত্তরাঞ্চলের অন্যতম সবজি বাজার মহাস্থানগড়ে একজন কৃষক যে দামে সবজি বিক্রি করছেন সেই সবজির দাম বগুড়া শহরে এসেই তিনগুণ থেকে চারগুণ হয়ে যায়। সরেজমিনে পাইকারী এবং খুচরা বাজার ঘুরে চোখে পড়েছে এমন বৈসম্য। বর্তমান মহাস্থানের পাইকারী বাজারে কৃষক সরাসরি ফুলকপি ৪৫০ টাকা মন ১১.২৫ কেজি, মুলা ১০০-১৫০ টাকা মন ২.৫০- ৩.৭৫ কেজি, গোল বেগুন ৮০০-৮৫০ টাকা মন ২০-২১.২৫ কেজি, শিম ৭০০-৭৫০ টাকা মন ১৭.৫০-১৮.৭৫ কেজি, কাঁচা মরিচ ১০০০-১১৫০ টাকা মন ২৫-২৮.৭৫ কেজি, দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি, নতুন পাকরি আলু (লাল) ৮০০ টাকা মন ২০ টাকা কেজি, নতুন হল্যান্ড (সাদা) ৫০০-৬০০ টাকা মন ১২.৫০-১৫ টাকা কেজি, বাঁধাকপি প্রতিপিচ বড় ১০টাকা, খিড়া ১০০০ টাকা মন ২৫ টাকা কেজি, পেপে ৫০০-৫৫০ টাকা মন ১২.৫০-১৩.৭৫ কেজি, দুধকুশি ও ঝিঙা ২৫ টাকা, কাকরোল ২৫ টাকা, চিচিঙ্গা ২০ থেকে ২৫, ধোন্দুল ২৫ থেকে ৩০ মিষ্টিকুমড়া বড় আকারের প্রতিপিচ ৩৫ টাকা, নতুন টমেটো ৩০ টাকা কেজি, কাঁচা টমেটো ১০ টাকা কেজি, বরবটি ২০ টাকা কেজি, গাজর ৩০ টাকা কেজি, পেয়াজের ফুলকো ৮ টাকা কেজি, লাল শাক ১৫ টাকা কেজি, পালং শাক ৮-১০ টাকা কেজি, সরিষা শাক ১০ টাকা কেজি, নাপা শাক ১৫ টাকা কেজি, ধনে পাতা ৩০ টাকা কেজি, লেবু বড় আকরের প্রতিপিচ ২ টাকা