নাজিরপুরের মিষ্টি নারিকেলের চাহিদা দেশজুড়ে।
মো. সাজ্জাদুর রহমান, নিউজ ডেস্ক;
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মিষ্টি নারিকেলের চাহিদা এখন দেশজুড়ে। খাল নদী বেষ্টিত এ উপজেলার মাটি নারিকেলগাছ রোপণের জন্য উপযুক্ত হওয়ায় এখানকার নারিকেল খুবই সুমিষ্ট।স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে বিক্রি হচ্ছে এখানকার নারিকেল। নারিকেলের ব্যবসার সাথে জড়িয়ে উপজেলার আনুমানিক পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।
স্থানীয়দের তথ্যমতে, উপজেলার স্থল ও নদীপথে এখান থেকে প্রতি মাসে দুই থেকে তিন কোটি টাকার নারিকেল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। তাঁরা জানান, এখানে নারকেলের ব্যবসা সারা বছর চলে। প্রতি বছর ২৫ থেকে ৩০ কোটি টাকার নারকেল বিভিন্ন জেলায় বিক্রি হয়। এ ছাড়া স্থানীয় ভোক্তাদের চাহিদানুযায়ী খুচরা বিক্রি হয় প্রায় কোটি টাকার।
জানা গেছে, বসতবাড়ির আশপাশে বিভিন্ন উঁচু জমিতে লাগানো হয় এসব নারিকেলগাছ। এ পেশায় জড়িয়ে কয়েক হাজার লোকের কর্মসংস্থান ঘটছে। তবে এ পেশায় দিন দিন ব্যবসায়ীদের কপাল খুললেও ভাগ্যের পরিবর্তন ঘটছে না কৃষকদের। কৃষকদের দাবি ব্যবসায়ীরা তাঁদের কাছ থেকে একটি নারকেল কিনছেন ত্রিশ থেকে চল্লিশ টাকায়। যে কারণে উপজেলায় এখনো বাণিজ্যিকভ