আইসিটি অধিদপ্তরের আওতায় ৮০ জন প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ বিতরণ

সাজ্জাদুর রহমান সাজ্জাদ ;( নাজিরপুর) :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হার পাওয়ার প্রকল্প (Her Power Project) এর আওতায় women আইটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরির ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি মিলনায়তন কক্ষে আইসিটি অফিসার আবু হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব অরুপ রতন সিংহ,এছারা ট্রেনার রাকিবুল আলম ও ট্রেনার ইয়ামিন সহ সকল প্রশিক্ষণার্থীবৃন্দ।
‘হার পাওয়ার প্রকল্পের আওতায় ওমেন ই-কমার্স প্রফেশনাল কোর্সের প্রশিক্ষণার্থী শাম্মী রিয়া বলেন, আমি হার পাওয়ার প্রকল্পের উপজেলা একজন প্রশিক্ষণার্থী। আমি সব সময় চেয়েছি নিজের অবস্থা থেকে সাবলম্বী হতে এবং পাশাপাশি আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। সে লক্ষ্যে ফ্রিল্যান্সার হওয়া আমার জন্য যুগোপযোগী সিদ্ধান্ত। কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে হলে আমাকে উচ্চ মূল্যের ফি বহন করতে হবে। যেটা আমার পক্ষে সম্ভব না। হঠাৎ করে একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে হার পাওয়ার প্রকল্প সম্পর্কে জানতে পারি। যেটা দেখে আমার মনে আশা সঞ্চার জাগে। অনতীলম্বে আমি ওমেন ই-কমার্স কোর্সে আবেদন করি। অতঃপর বাছাই পর্ব কোর্সে উত্তীর্ণ হয়ে সম্পূর্ণ বিনামূল্যে দক্ষতা অর্জনের লক্ষ্যে, আজ আমি ওমেন ই-কমার্স কোর্সের একজন প্রশিক্ষণার্থী।এই কোর্সের প্রশিক্ষনার্থী হয়ে আমি কম্পিউটার সম্পর্কে, কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার কম্পিউটার নেটওয়ার্ক, আইপি এড্রেস, নেটওয়ার্কিং ডিভাইস, email signature, gmail, ms word, মার্কেটিং সম্পর্কে জানতে এবং শিখতে পেরেছি। আজ আমাদেরকে ল্যাপটপ দেওয়া হচ্ছে সেহেতু আমি আশা করছি কোর্স চলাকালীন সময়ে এখন আমি ঘরে বসেই টাকা ইনকাম করতে পারব এবং অবশ্যই অবশ্যই আমি একজন সফল ফ্রিল্যান্সার হব।

এই প্রকল্পে ৬ মাসের প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা কল সেন্টার, আউট সোর্সিং, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং, আইটি সার্ভিস প্রোভাইডার, ই-কমার্স, অনলাইন বিজনেস  হিসাবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *