নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী অপহৃত, পুলিশের বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ

খুলনা, ২৬ অক্টোবর ২০২৪ – নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী আসিফ সিকদারকে গতকাল রাত ১১টার দিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তার ওপর নির্যাতন চালিয়েছে এবং মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা প্রথমে সোনাডাঙ্গা থানায় মামলা দায়েরের চেষ্টা করলেও, তারা দাবি করেছেন যে পুলিশ যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। পুলিশের কাছ থেকে সহযোগিতা না পেয়ে তারা আর্মির সঙ্গে যোগাযোগ করেন, যেখানে আর্মি পরামর্শ দেয় যে, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী একত্রে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে তারা সহায়তা করতে পারবে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কমিউনিটির মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, যারা আসিফ সিকদারের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *