Lionel Messi: ট্রফি নম্বর ৪৬! চোখধাঁধানো ফ্রি-কিক মেসির, লিওর দাপটে খেতাব এল ইন্টার মায়ামির ঘরে।

মায়ামি: সময়, ক্লাবের জার্সি, প্রতিপক্ষ, সবই বদলায়, খালি বদল হয় না তাঁর। তিনি লিওনেল মেসি (Lionel Messi)। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিরুদ্ধে লিওনেল মেসির নিখুঁত ফ্রি-কিকে অ্যালিসন বেকারের পরাস্ত হওয়ার ভিডিও টাইমলাইনে আসলে এখনও খানিক থমকে ভিডিওটা পুরোটা দেখেন মেসিভক্তরা। সেই ফ্রি-কিকেরই সমতুল্য এক স্পটকিকে ফের একবার চর্চার কেন্দ্রে ‘এলএম১০’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *