বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ ৪ বার অংশ নেওয়ার সুযোগ
ঢাকা, বৃহস্পতিবার: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সর্বোচ্চ ৪ বার অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, গত সপ্তাহে উপদেষ্টা পরিষদের আরেক বৈঠকে বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছিল। একই বৈঠকে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছিল। তবে আজকের সিদ্ধান্তে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সংখ্যা ৪ বার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, এই সিদ্ধান্তের ফলে প্রার্থীদের জন্য বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ও প্রস্তুতির জন্য আরও সময় বৃদ্ধি পেল।